বাড়ছে পাঁচশোর বেশি জীবনদায়ী ওষুধের দাম

ashudস্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। বাড়ছে পাঁচশোর বেশি জীবনদায়ী ওষুধের দাম। কেন্দ্রের অনুমুতিতে ন্যাশনাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) ৫০৯ টি ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পয়লা এপ্রিল থেকেই বে়ড়েছে ক্যান্সার, ডায়াবেটিস, হেপাটাইটিসের মতো গুরুত্বপূর্ণ রোগের ওষুধের দাম।
ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি যে সব ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এমনিতেই সেগুলো ব্যয়বহুল। এর মধ্যে রয়েছে হেপাটাইটিস বি ও সি রোগের চিকিত্‍সায় ব্যবহৃত আলফা ইন্টারফেরন ইনজেকশন, ক্যানসারের চিকিত্‍সায় ব্যবহৃত কার্বোপ্লাটিন ইনজেকশন। এছাড়াও রয়েঠছে ফ্লুকোনাজোল ক্যাপসুল, অ্যামোক্সিলিন ক্যাপসুল। কন্ডোমেরও দাম বাড়তে পারে বলে জানানো হয়েছে।
ন্যাশানাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে থেকে জানানো হয়েছে, ” বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অনমুতি পেয়েই বাড়ানো হয়েছে দাম। ওষুধ কোম্পানিগুলো বছরে একবারের বেশি দাম বাড়াতে পারেনা। তবে মুদ্রাস্ফীতির কারণেই বাড়ছে এইসব ওষুধের দাম।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*