বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার সুগারমিল গণেশ পূজো কমিটির উদ্দ্যোগে এইবছর প্রথমবারের মতো সার্বজনীন গণেশ পূজোর আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে এই গণেশ পূজার শুভ সূচনা করা হয়। পূজোকে কেন্দ্র করে সমাপ্তি দিন পর্যন্ত চলবে নানান সামাজিক অনুষ্ঠান। এরমধ্যে একদিন পূজোয় আগত দর্শনার্থীদের মধ্যে পুস্পান্ন বিতরণ করা হবে। এইবছর প্রথমবারের মতো পূজো করাতে পূজার বাজেট রাখা হয়েছে ৮ লক্ষ টাকা। সুগারমিল এলাকায় গণেশ পূজো আয়োজন করাতে শান্তিরবাজারের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।