আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের নয়া Reservation উদ্বোধন হয় মঙ্গলবার। এদিন রাজধানীর মহারাজগঞ্জ বাজারস্থিত এমবিবি ক্লাব সংলগ্ন স্থানে অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, রাজ্যের বাজার নিয়ন্ত্রণে ডিস্ট্রিবিউটার্সদের বড় ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে সরকার চায় গুনমান বজায় রেখে এবং নির্ধারিত মূল্য সঠিক ভাবে রাখার মাধ্যমে ব্যবসা করুক ব্যবসায়ীরা।