আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || আসন্ন দূর্গা পূজোকে সামনে রেখে বুধবার রাজধানীর আগরতলা পুর নিগম কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটর সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন।
এদিন এই বৈঠকে সিদ্ধান্ত হয় দূর্গা পূজো উপলক্ষে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডকে ১৬ লক্ষ টাকা করে প্রদান করা হবে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জন্য। পুজোর সময় যারা পুজো দেখতে আসবে তারা যেন নির্বিঘ্নে পুজো দেখতে পারে সে ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন।
পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের জন্য গত বছর যে ব্যবস্থা করা হয়েছিল দশমী ঘাট এলাকায় তার থেকেও আরো উন্নত ব্যবস্থা করা যায় কিনা এবার, সেই ব্যাপারেও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। গত বছরের মতো বছরও পূজো উদ্যোক্তাদের কোন প্রকারের রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না পুর নিগম থেকে বলে জানান মেয়র দীপক মজুমদার।
এসিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এবছর প্রতিটি ক্লাবকে দুটি করে ডাস্টবিন এবং ব্লিচিং পাউডার পুর নিগম থেকে দেওয়া হবে। পুজোর সময় যেন পুজো এলাকার আশপাশ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তার জন্য দু’জন করে লেবার প্রতিটি পুজো উদ্যোক্তাদের দেওয়া হবে যেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পাশাপাশি পুজোর সময় শহরের প্রতিটি অলিগলি যেন আলোতে উজ্জ্বল থাকে সেই ব্যাপারে এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান মেয়র দীপক মজুমদার।