আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || গণেশ পূজো উপলক্ষে বুধবার সন্ধ্যায় ১০০০ জন মাতৃ শক্তিকে বস্ত্র বিতরণ করা হয়। এদিন এই মুহুর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী চিত্তরঞ্জন মহারাজ জি, ত্রিপুরা ফুটপাত সংগ্রামী সমিতির প্রধান বক্তা বিপ্লব কর। বিগত দিনেও তারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন, যেমন রক্তদান, বস্ত্রদান ও তাদের যে শ্রমিক ভাইয়েরা আছে তাদের ছেলেমেয়েদের ৪৫০ জন পড়াশোনা দায়িত্ব নিয়েছেন। তাছাড়া করোনা চলাকালীন দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেক বছরের ন্যায় এই সামাজিক কাজ ও গণেশ পূজায় ব্রতী হয়ে থাকেন তারা। তাদের সংগঠনই শুধু করেন না তারা গরীব দুঃস্থদের জন্য বিভিন্ন সময়ে কাজকর্ম করে থাকেন এমনটাই জানিয়েছেন বিপ্লব কর। গণেশ পূজোকে সামনে রেখে তাদের এই বস্ত্র দান অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হয় বটতলা ৪১নং পিলার সংলগ্ন এলাকায়।