আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল আওয়্যারনেস সোসাইটির পক্ষ থেকে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এই সম্পর্কে সংগঠনের সভাপতি শুভ্রাংশু কর জানিয়েছেন, শহরে ও শহরতলীতে নেশা কারবারীদের বার বাড়ন্ত। যার কবলে পড়ে যুবসমাজ ধ্বংস হচ্ছে। তাদেরকে বাঁচানোর জন্যই সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের হাতে কিছু ভিডিও ফুটেজ তুলে দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি শুভ্রাংশু কর।