আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বাড়ানো হয়েছে পূজোর অনুদান। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন তিনি জানান, রাজ্যের সরকারি গ্রুপ- সি, গ্রুপ- ডি, ডি আর ডব্লিউ কর্মচারীদের ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে পুজার অনুদান ১,৮০০ টাকা করা হয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ কর্মী, ক্যাজুয়াল কর্মীরা ২,০০০ টাকা করে পূজোর অনুদান পাবেন। এদিন তিনি জানান, পেনশনার, ফ্যামিলি পেনশনাররা ১,৮০০ টাকা , অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, হোমগার্ডরা পাবেন ২,০০০ টাকা করে পুজার অনুদান।
এদিন অর্থমন্ত্রী আরও জানান, এবছর ফেস্টিভ্যাল অ্যাডভানস অপরিবর্তিত রয়েছে। সকল স্তরের কর্মচারীরা ২০,০০০ টাকা করে অগ্রিম পাবেন। তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, হোম গার্ডরা ৫,০০০ ও আশা কর্মীরা ২,০০০ টাকা করে অগ্রিম পাবেন।