বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ সেপ্টেম্বর || লাকড়ী সংগ্রহ করতে গিয়ে গাছ পরে মৃত্যু হলো এক মহিলার। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষকলোনী গ্রামপঞ্চায়েতের অধীনে নগদা এলাকায় উজ্বলা দাস (৫২) নামে এক মহিলা উনার বাড়ীর পাশ্ববর্তী এলাকায় লাকড়ী সংগ্রহ করতে যায়। সেখানে এক ঠিকেদার গাছ কাটার ফলে একটি গাছ মহিলার গায়ে এসে পরে। মহিলার অসাবধনতার ফলে এইধরনের দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার পরবর্তীসময় পরিবারের লোকজনেরা মহিলাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলার চিকিৎসা করার সময় মহিলা মৃত্যুর মুখে ঢলে পরে। মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। মহিলার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।