মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্যদপ্তরের উদ্দ্যোগে মাছের পোনা ছাড়া হয়

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ সেপ্টেম্বর || প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ও মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে মৎস্য দপ্তর। নদীতে মাছের উৎপাদন বেশি পরিমানে হয়ে থাকে অপরদিকে অধীকাংশ লোকজন নদীর মাছের উপর নির্ভরশীল হয়ে থাকে। নদী থেকে মাছ ধরলেও মাছ ছারার পরিকল্পনা কারোর থাকেনা। তাই নদীতে মাছের ভারসাম্য বজায় রাখতে শান্তিরবাজার মৎস্য দপ্তরের উদ্দ্যোগে প্রত্যেকবছর নদীতে মাছের পোনা ছারা হয়। এইবছরও শুক্রবার কলসী এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলসী ব্যারেজের মুহুরী নদীতে মাছের পোনা ছারা হয়।  মাছের পোনা ছারার পূর্বে এলাকার লোকজনদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে কিভাবে মাছ রক্ষনাবেক্ষন করা যায় ও নদীতে মাছের পোনা ছারার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথীবৃন্দরা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, এম ডি সি সঞ্জীব রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, মৎস্য দপ্তরের তত্বাবধায়ক ওয়াটসন রিয়াং, আর ডি দপ্তরের এক্সিউটিভ উকেন্দ্র রিয়াং,বিশিষ্ট সমাজসেবী চেথই মগ সহ অন্যান্যরা। আলোচনাসভা শেষে সকলে মিলে নদীতে মাছের পোনা ছারেন। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী সকলের প্রতি আহব্বান জানিয়ে এই মাছের পোনা গুলি রক্ষনাবেক্ষনের জন্য। কেউ যাতে কারেন্ট জাল ব্যবহার করে ও বিষ ঢেলে দিয়ে মাছ নষ্ট না করে তার জন্য বিশেষ আহব্বান জানান মন্ত্রী। এছারা কলসী ব্যারেজকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র নির্মান করে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর কাছ থেকে এইধরনের আশ্বাস পেয়ে খুবই খুশি কলসীর এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*