আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ত্রিপুরা প্রদেশ বিজেপি’র উদ্যোগে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে সেবা পাকোয়ারা নামে শনিবার ৯-বনমালীপুর মন্ডলের উদ্যোগে হরিজন কলোনী এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এ স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, সেবা পাকোয়ারা নামে এই কর্মসূচিতে থাকছে রক্তদান শিবির, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির এবং আয়ুষ্মান কার্ড রেজিস্ট্রেশন। তিনি বলেন, শনিবার ও রবিবার দুইদিন এই ধরনের কর্মসূচি চলবে প্রতিটি মন্ডলে। মানুষকে সঙ্গে নিয়েই এই ধরনের সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি বলে জানান তিনি। এদিনের এ স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পাশাপাশি রোগীদের পরীক্ষা নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।