আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || ২৪শে সেপ্টেম্বর এনএসএস দিবস। তারই অঙ্গ হিসাবে শনিবার রাজধানীর যোগেন্দ্রনগর ইন্দ্রানী কলোনি এলাকায় গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলো উইমেন্স কলেজ এনএসএস ইউনিট। এনএসএস প্রতিনিয়তই এই ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আগামী দিনে এই কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন উইমেন্স কলেজের এনএসএস ইউনিটে প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।