দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ এপ্রিল ।। গনতন্ত্রের লড়াইয়ে মিছিল হচ্ছে অন্যতম হাতিয়ার। তিপ্রাল্যান্ডের দাবীতে শুক্রবার শহরে IPFT-র মিছিল নিয়ে মানুষকে হয়রানি করার ঘটনা হয়েছে বলে সংবাদ। পথচারী পুরুষ মহিলারা যখন রাস্তা পারাপার করতে গেছেন তখন অভব্য আচরন করা হয় বলে অভিযোগ। বটতলায় মিছিল থেকে এক প্রবীন ব্যক্তিকে রাস্তা পার করার সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করার ঘটনায় পথচলতি মানুষ বিরুপ মন্তব্য করেছেন।