আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || একটি বেসরকারি সংস্থা ‘স্বাধীন’ ত্রিপুরা রাজ্যে একটি নতুন মেডিক্যাল কলেজ গড়তে চলেছে। ‘ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ’ নামে এই মেডিক্যাল কলেজটি ১৮-সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুবন এলাকায় বাইপাসে গড়ে উঠছে। সোমবার ‘ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ’ নামে নতুন এই মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা ১৮-সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। জানা যায়, আগামী শিক্ষাবর্ষ থেকেই এই মেডিক্যাল কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যে রাজ্য সরকারের অনুমোদন পাওয়া গিয়েছে। শীঘ্রই কেন্দ্রীয় সরকারের অনুমোদন চলে আসবে বলে ‘স্বাধীন’ সামাজিক সংস্থার কর্ণধার মলয় পীঠ প্রত্যাশা ব্যক্ত করেছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান। এদিন তিনি আরো বলেন, ত্রিপুরায় এডুকেশন হাব গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। বোধজংনগরে স্বাধীন ত্রিপুরা আই টি আই কলেজ নামে একটি প্রতিষ্ঠান ২০১২ সাল থেকেই তারা চালাচ্ছেন বলে জানান।