ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক জাতীয় গ্রুপ সঙ্গীত প্রতিযোগিতা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক জাতীয় গ্রুপ সঙ্গীত প্রতিযোগিতা (NGSC) অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের নর্থ ইস্ট রিজিওন‍্যাল জেনারেল জয়েন্ট সেক্রেটারি ডঃ মুনিন্দ্র মিশ্র, প্রান্তের প্রেসিডেন্ট ভজন ভট্টাচার্য, ন্যাশনাল এনভাইরোমেন্টের ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্র কলই, ত্রিপুরা প্রান্তের পেট্রোন ডঃ রতন সাহা এবং এই পরিষদের আগরতলা পূর্ব-পশ্চিম, উদয়পুর ও কৈলাশহর শাখার সদস্য সদস্যাগণ। এদিন বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরিষদের সদস্যাবৃন্দ মাতৃ বন্দনা পরিবেশন করেন। পরিষদের সদস্যাগণ মঞ্চে অতিথিদের বরণ করেন। স্বাগত ভাষণ রাখেন প্রান্তিয় সেক্রেটারি নন্দন সাহা। ভারত বিকাশ পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ডঃ মুনীন্দ্ৰ মিশ্র, ধীরেন্দ্র কলই ও ডঃ রতন সাহা। সাংবাদিকদের সামনে প্রতিযোগিতার বিষয়বস্তু তুলে ধরেন প্রান্তীয় সংস্কার প্রমুখ চিত্রা সরকার। সংস্কৃত, হিন্দি  দেশাত্মবোধক ও বাংলা লোকগীতির উপর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগরতলা পূর্ব, পশ্চিম, উদয়পুর ও কৈলাশহর শাখা। বিচারকের  আসন অলংকৃত করেন শক্তি চক্রবর্তী, পুষ্পিতা চক্রবর্তী ও অপর্ণা চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নর্থ ইস্ট রিজিওন‍্যাল  সেক্রেটারি সংস্কার জবা ভট্টাচার্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*