বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ সেপ্টেম্বর || লক্ষীছড়া এলাকা থেকে হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করলো বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বকর্মা পূজোর দিন রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া এলাকা থেকে একটি পালসার বাইক হারিয়ে যায়। পরবর্তী সময় বাইকের মালিক এই বিষয়ে বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ জানান। লিখিত অভিযোগ হাতে পেয়ে বাইকের খোঁজে নামে বাইখোড়া থানার পুলিশ। অবশেষে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস ও এস আই শিবশঙ্কর সাহার অক্লান্ত পরিশ্রমে রবিবার শান্তিরবাজার থেকে হারিয়ে যাওয়া বাইকটি উদ্ধার করা হয়। পরবর্তী সময় সমস্ত আইনি পক্রিয়া শেষে বাইকের মালিকের হাতে বাইকটি তুলে দিলো বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার এইধরনের সাফল্যে খুবই খুশি বাইকের মালিক।