মিছিলের জেরে শহর জুড়ে যানজট

ipft.jpg9দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ এপ্রিল ।। শহরে যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ মানেই মানুষের ভোগান্তি – শুক্রবারেও তার ব্যতিক্রম হয়নি। IPFT-র মিছিল যখন শহরের রাজপথ পরিক্রমা করছে তখন নানা প্রান্তে যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। পুরনো মহাকরনের রাস্তা, আইজিএম থেকে প্যারাডাইস, উত্তর গেট থেকে মহিলা কলেজের রাস্তায় বহু গাড়ী আটকে থাকে, সঙ্গে পথচারীদেরও চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*