সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ সেপ্টেম্বর || তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর চাকমাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিনিয়ত বন্যহাতির আক্রমণের ঘটনা অব্যাহত। শনিবার রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে সর্বশান্ত হতে হয়েছে উত্তর কৃষ্ণপুর এলাকার রাবার চাষী পঙ্কজ চক্রবর্তী নামের এক ব্যাক্তি। এই রাবার চাষী ধারদেনা করে প্রায় দেড় লক্ষাধিক টাকা খরচ করে পারিবারিক চার (৪) কানি জায়গার উপরে রাবারের চারা রোপন করেছিলেন। তবে শনিবার রাতে বন্যহাতির দল মুহূর্তের মধ্যে গোটা বাগানটি’কে ধুলিস্যাৎ করে দেয়।
সংশ্লিষ্ট বিষয়ে পঙ্কজ বাবুর বক্তব্য, অতীতে একটা সময় বনদপ্তর থেকে হাতির সমস্যা নিরসনে ভূমিকা পালন করা হলেও বর্তমানে কোন ভূমিকা নজরে পড়ে না। বর্তমানের এই হাতির আক্রমণের জেরে তিনি একেবারে সর্বস্বান্ত হয়েছেন বলে জানিয়েছেন।