সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ সেপ্টেম্বর || সড়ক নিরাপত্তা সংক্রান্ত উপযুক্ত সচেতনতা তৈরি করা সহ মাদক বিরোধী মানসিকতা তৈরীর আহ্বান নিয়ে অভিনব প্রয়াস গ্রহণ করলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। রবিবার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় থেকে মাদক বিরোধী সচেতনতা তৈরি করার জন্য এক বিশেষ বাইক র্যালী আয়োজিত হয়। এই র্যালীটি তেলিয়ামুড়া থেকে শুরু হয়ে মনথাং পর্যন্ত যায়।
গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়ায় প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন, যাতে করে সমাজের মধ্যে মাদক বিরোধী মানসিকতা তৈরি হওয়া সহ যান চলাচলে মানুষ বেশি সচেতন হতে পারে তার জন্যই এই প্রয়াস।
রবিবারের এই র্যালী’তে বাইক রাইডার্স সহ অন্যান্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।