আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৮’তম জন্মদিন উদযাপন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্য্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আয়োজিত কার্য্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য নেতৃত্বরা। এদিন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। এরপির উপস্থিত অতিথিরা একে একে পুস্পার্ঘ অর্পণ করেন।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ এবং অন্ত্যোদয়ের আদর্শ জনসেবার ক্ষেত্রে আমাদের পথপ্রদর্শক। তিনি বলেন, ভারত মাতার প্রতি তাঁর নিঃস্বার্থ সেবার ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে তাঁদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।