আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৮’তম জন্মদিন উদযাপন উপলক্ষে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক আয়োজিত হয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সোমবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এই কার্য্যক্রম উপলক্ষ্যে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী।