দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ এপ্রিল ।। ADC ভোটকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে ভোটের ময়দান। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে, তেজীভাব নিচ্ছে রাজনৈতিক প্রচার। ADC ভোটে এবার IPFT ‘তিপ্রাল্যান্ড’ কে মূখ্য হাতিয়ার করে ভোটে নেমেছে। শুক্রবার শহরের বিবেকানন্দ ময়দানে তিপ্রাল্যান্ডের দাবীর সমর্থনে জমায়েত এবং পরবর্তীতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দলীয় মিছিল, গানে, বাজনায় রং বেরঙ্গয়ের পোষাকে মিছিলের শুরুতে ব্যানারে লেখা ছিল তিপ্রাল্যান্ডের দাবীতে বর্ণাঢ্য মহামিছিল। সংখ্যার বিচারে পথচলতি মানুষের মুখে মুখে ছিল গুঞ্জন – কত হতে পারে মানুষের সংখ্যা?