সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ সেপ্টেম্বর || আগামী ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রাজ্যের বিভিন্ন অফিস, স্কুল, কলেজ ইত্যাদিতে স্বচ্ছতার উপর বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। সেই দিনটিকে সামনে রেখে মুঙ্গীয়াকামি ব্লকের উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান করা হয়। মুঙ্গীয়াকামি ব্লক এবং এর অন্তর্ভুক্ত মন্টাংভ্যালী এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মসুচী। এদিনের এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন মুঙ্গীয়াকামি ব্লকের এডিশনাল ভিডিও স্টিফেন দেববর্মা, বি এ সি চেয়ারম্যান সুনিল দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, মুংগিয়াকামি ব্লকের কর্মচারী এবং বিভিন্ন স্ব-সহায়ক দলের সদস্য সদস্যারা।