আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর || যথাযথ মর্যাদায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৪’তম জন্মজয়ন্তী পালন করা হয় রাজ্যে। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের সহযোগিতায় রাজধানীর ড্রপ গেইট প্রাঙ্গণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে জন্মদিবসে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হরিদুলাল আচার্য, রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগম সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অমিতাভ সাহা প্রমুখ।
এদিন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগেও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৪’তম জন্ম জয়ন্তী পালন করা হয় উজ্জয়ন্ত প্যালেসের সামনে।