আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরায় শুরু হলো ই-ক্যাবিনেট। এদিন সচিবালয়ে ই-ক্যাবিনেটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন এই নতুন ব্যবস্থায় মন্ত্রীসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা।
এদিন মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ মিশনের দিশায় এই ই-ক্যাবিনেট চালু হল রাজ্যে। তিনি বলেন, ত্রিপুরা দেশের মধ্যে চতুর্থ রাজ্য যেখানে এই ই-ক্যাবিনেট সুবিধা চালু রয়েছে। এই নতুন পদক্ষেপ ই-গভর্নেন্সের উদ্যোগকে আরও সুদৃঢ় করবে বলে জানান মুখ্যমন্ত্রী।