রাজ্যে শনিবার অনুষ্ঠিত হয় লোক আদালত Posted on April 11, 2015 by santanu99 — No Comments ↓ আগরতলা, ১১ এপ্রিল ।। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হয় লোক আদালত। এই লোক আদালতে মীমাংসার জন্য ১৯ হাজার ১১৬টি মামলা উঠে। তার মধ্যে মীমাংসার হয় ৯৮২৩টি মামলা। আদায় করা হয় ১৫ লক্ষ ১৪ হাজার ৩৭০ টাকা।