আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || দেশের বিভিন্ন প্রান্তে মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে তাঁদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এর সুফল পেয়েছেন ত্রিপুরা রাজ্যের মা ও বোনেরা। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা শহরী আজীবিকা মিশন আয়োজিত লাভার্থী পরিবার মহাসন্মেলনে উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে স্বনির্ভর হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহর এবং গ্রামীণ এলাকার বহুসংখ্যক মহিলা। এই ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠীর বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।