শহীদ ভগৎ সিং-এর জন্মদিবস পালিত সিপিআই রাজ্য দপ্তরে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || বৃহস্পতিবার CPI, AIYF এবং NFIW এর উদ্যোগে সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে শহীদ ভগৎ সিং-এর জন্মদিবস পালন করা হয়। পাশাপাশি মহিলা সংরক্ষণ বিলের মূল রূপকার গীতা মুখার্জির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। ২৮শে সেপ্টেম্বর শহীদ ভগৎ সিং-এর ১১৭’তম জন্মদিবস। এদিন ওনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা সুব্রত দেবনাথ, মহিলা ফেডারেশনের রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, মহিলা ফেডারেশনের রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AIYF নেতা রাকেশ দাস সহ AIYF, AISF এবং NFIW এর কর্মীরা।
একই সাথে মহিলা সংরক্ষণ আইনের মূল রূপকার দেশের প্রখ্যাত সিপিআই নেত্রী, প্রাক্তন সাংসদ গীতা মুখার্জীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন CPI, NFIW, AIYF এবং AISF কর্মী সমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*