আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদে বিশ্ব পর্যটন দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হয় বুধবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম ঠিকানা। এছাড়াও আমাদের রাজ্যের ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি বরাবরই পর্যটকদের কাছে টানে। এবিষয়ে গুরুত্বারোপ করে পর্যটন ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন যে দেশ বা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পর্যটন ক্ষেত্রের উন্নয়ন ভীষণ গুরুত্বপূর্ণ। এই দিশাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি।