আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালের ট্রেনে ধর্মনগর পৌঁছায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি উত্তর ত্রিপুরা জেলা সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। সকালে বাগবাসায় রাজ্যের ৮৭’তম এবং উত্তর ত্রিপুরা জেলার ১১’তম থানার শুভ সূচনা করেন।
এরপর উত্তর ত্রিপুরার কালাছড়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী রাষ্ট্র নির্মাণের জন্য শিক্ষার গুরুত্বের উপর ক্রমাগত জোর দিচ্ছেন এবং এই লক্ষ্যেই কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। তিনি বলেন, রাজ্য সরকারের নিরন্তর প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থায় যে আমূল পরিবর্তন এসেছে তা এখন রাজ্যের সর্বত্র দৃশ্যমান।