আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা সফরে গিয়ে বাগবাসায় উত্তর ত্রিপুরা জেলার ১১’তম থানার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর উত্তর ত্রিপুরার কালাছড়া বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এদিন সন্ধ্যায় ঊনকোটি জেলার কুমারঘাটে শিল্প কেন্দ্র পরিদর্শনে যাই এবং বিভিন্ন বাঁশ ভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট ঘুরে দেখেন তিনি। সেখানে উপস্থিত উদ্যোগপতি এবং কর্মীদের সাথে মত বিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি বলেন, অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়নে বিভিন্ন শিল্পকেন্দ্রের গুরুত্ব অপরিসীম। এই দিকটি বিবেচনায় রেখে নতুন শিল্প স্থাপনে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর ফলে এই রাজ্যে এখন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন জায়গার উদ্যোগপতিরা বলে জানান মুখ্যমন্ত্রী।