রেস্তোরাঁতে অঘোষিত বার, মিনি বার থেকে বারের মালিক সহ আটক তিন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || শান্তিরবাজার শহরের প্রাণ কেন্দ্রে বিশ্বজিৎ বণিক নামে এক যুবক রেস্তোরাঁকে অঘোষিত মিনি বারে পরিনত করছে। এই রেস্তোরাঁতে প্রতিনিয়ত মদের রমরমা আসর চলছে দেখেও কোনো এক অজ্ঞাত কারনে শান্তিরবাজারে ব্যবসায়ীমহল নিবর দর্শকের ভূমিকা পালন করছে। রাজ্য সরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে, এরইমধ্যে শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে বগাফা রোডস্থিত এলাকায় রাস্তার পাশে একটি রেস্তোরাঁয় অঘোষিত বারে নেশাকারবারীদের আনাগোনা দেখেও সকলে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। বিগত দিনে পুলিশ অভিযান চালিয়ে বিশ্বজিৎ বণিককে থানায় নিয়ে গেলেও কোনো প্রকারের পরিবর্তন দেখা যায়নি। বিশ্বজিৎ বণিক জামাই আদরে পুলিশের গাড়ীতে থানায় গিয়ে জামিনে চলে এসে পুনরায়  নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। অবশেষে শুক্রবার রাতে একইভাবে অভিযানের মাধ্যমে শান্তিরবাজার থানার পুলিশ বিশ্বজিৎ বণিকের দোকানে গিয়ে দেশী মদ সহ তিনজনকে আটক করে। যার মধ্যে বিশ্বজিৎ বণিককে মদ বিক্রির অভিযোগে ও বাকি দুইজনকে মদ খাওয়ার জন্য আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে হাতে একটি মামলা নিয়েছে শান্তিরবাজার থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*