‘মণিপুরের হিংসার অবসানে কেন্দ্রের সরকারের সক্রিয় উদ্যোগ নেই’ – সামাজিক সংস্থার কর্মকর্তাদের অভিযোগ

গোপাল সিং, খোয়াই, ২৯ সেপ্টেম্বর || মণিপুরে হিংসার অবসান করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রের সরকারের কোন ধরনের সদর্থক উদ্যোগ নেই বলে অভিযোগ করলেন অল খোয়াই মেইতেই অপূণবা লুপ নামের খোয়াইয়ের মণিপুরী সম্প্রদায়ভুক্ত একটি সামাজিক সংস্থার কর্মকর্তারা।শুক্রবার খোয়াই প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে সংস্থার সম্পাদক বিভাস সিনহা ও সংস্থার প্রবীণ সদস্য মদন মোহন গুপ্ত ক্ষোভের সাথে বলেন, সাম্প্রতিক সময়ে মণিপুর রাজ্যে যা চলছে তা এক অস্থির ও অশান্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার কোন সরকারের তরফ থেকেই মণিপুরে চলমান হিংসাদীর্ণ পরিস্থিতির অবসান করে শান্তি ও সুস্থিতি পরিবেশ ফিরিয়ে আনার কোন সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না।
সামাজিক সংস্থার কর্মকর্তারা বলেন, মণিপুরে মণিপুরী সম্প্রদায়ের দুই ছাত্র ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের ছবি ইতিমধ্যেই সামাজিক গণ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও দুই মণিপুরী মহিলার নগ্ন ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংস্থার কর্মকর্তারা অভিযোগ করে বলেন যে, কুকীরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে শান্তি মিছিলের নামে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে। অথচ রাষ্ট্রশক্তি সম্পূর্ণ নীরব। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ব। সংস্থার কর্মকর্তারা বলেন, মণিপুরের সহিংসতার জন্য রাষ্ট্রশক্তি দায় এড়াতে পারেনা।নিরীহ শিশুরাও পরিস্থিতির শিকার হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকা হতাশাজনক।
সাংবাদিক সম্মেলনে সামাজিক সংস্থার কর্মকর্তারা মণিপুর রাজ্যে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রের ও রাজ্যের সরকারের সক্রিয় ভূমিকার দাবী জানান। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, মণিপুরে দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শীঘ্রই খোয়াইয়ে মণিপুরী সম্প্রদায়ের লোকজনদের নিয়ে সংস্থার উদ্যোগে একটি শান্তি মিছিলের আয়োজন করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*