আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || কমিউনিস্ট জননেতা হিজম ইরাবৎ সিং-এর ১২৭’তম জন্মদিবসে শনিবার সিপিআই রাজ্য পরিষদের পক্ষ থেকে ধলেশ্বর কল্যাণীস্থিত হিজম ইরাবৎ সিং-এর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাজলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ধনমনী সিং, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা সুব্রত দেবনাথ, রতন শর্মা, রাকেশ দাস, NFIW নেত্রী জয়া বিশ্বাস, প্রাণবতী দাস সহ অন্যান্যরা।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য।