সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ অক্টোবর || শারদীয়া দুর্গাৎসবে ব্রতি হয়েছে ভারতীয় মজদুর সংঘের তেলিয়ামুড়া পন্যবাহী যান চালক সংঘ। এ নিয়ে তিন বছর ধরে পুজো করছেন উনারা। প্রায় দের লক্ষ টাকা বাজেট ধরে এই পুজোর আয়োজন। রবিবার সকাল আনুমানিক ৯টা ৩০মিনিটে হয় পূজো মন্ডপের খুটি পূজো অনুষ্ঠান। এবছর পূজায় আয়োজকেরা বিভিন্ন সামাজিক কাজও হাতে নিয়েছে বলে জানান এক সদস্য। এর মধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগিদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং রক্তদান শিবিরের আয়োজনও থাকবে বলে জানান। পুজার সম্পুর্ন খরচ সংঘের সদস্যরাই বহন করছে বলেও জানান তিনি।