খোয়াই বিধানসভার ১৫টি গ্রামে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালিত

গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর || ২০১৪ সালে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। দিল্লীর লালকেল্লায় স্বাধীনতা দিবসে বক্তব্যের মধ্যে উনি দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য এবং প্রতিবছর গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে বিগত নয় বছর যাবত স্বচ্ছ ভারত কার্যক্রম একদিকে প্রশাসনিকভাবে এবং ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে এই কর্মসূচি পালন করে আসছে।
১লা অক্টোবর ২০২৩ গোটা ভারতের সাথে ত্রিপুরা রাজ্যে এবং রাজ্যের খোয়াই জেলায়ও ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। খোয়াই বিধানসভার ১৫টি গ্রামে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রবিবার এই কর্মসূচি পালিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। খোয়াই পৌরসভার মুল অনুষ্ঠান হয় দুর্গানগর কালীবাড়ি প্রাঙ্গনে। প্রায় তিন শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে বক্তব্য রাখেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। উনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর আহবানে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে খোয়াই জেলা এবং খোয়াই শহরেও ‘স্বচ্ছতা হি সেবা’ এই কর্মসূচি এক জন আন্দোলনের রূপ নিয়েছে। আমরা রাজনীতি করি কিন্তু সেবার মধ্য দিয়ে আমরা সংগঠন করি, এটাই আমাদের দলের নীতি ও আদর্শ।
এছাড়াও এদিন বক্তব্য রাখেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। উনিও সংশ্লিষ্ট সকলকে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা কমিটির সম্পাদক মাধব চক্রবর্তী, খোয়াই মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, যুব নেতৃত্ব পরিমল দেবনাথ, বুথ সভাপতি দেবাশীষ মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*