সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ অক্টোবর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়ে ভারতবর্ষকে স্বচ্ছ এবং নির্মল ভাবে গড়ে তোলার লক্ষ্যে ‘১ তারিখ, ১ ঘন্টা, ১ সাথ’ এর অঙ্গ হিসেবে বিভিন্ন স্কুল, সংস্থা, সরকারি অফিস গুলোর ন্যায় তেলিয়ামুড়া পৌর পরিষদ, তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম শান্তিনগর সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব, সংশ্লিষ্ট এলাকার একটি সামাজিক সংস্থা Green Aim সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সহযোগিতায় রবিবার সকাল ১০ ঘটিকায় তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায় এক স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহুকুমা প্রশাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুরা পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, সিআরপিএফ’র সহকারী কমান্ডেন্ট অভিজিৎ দত্ত সহ অন্যান্যরা।