জাতীয় ডেস্ক ।। শনিবার, পঞ্জাবের অমৃতসর সেক্টরে সীমান্তে গুলি বিনিময়ে আহত হলেন তিন বিএসএফ জওয়ান। বিএসএফ আধিকারিক সূত্রে দাবি, পাক চোরাচালানকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন জওয়ান।
আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিএসএফ ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল আর পি এস জসওয়াল সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন শনিবার ভোররাতে সীমান্তে পাক চোরাচালানকারীদের সঙ্গে গুলির লড়াইয়েই আহত হয়েছেন সীমান্ত সেনারা।
তিনি জানিয়েছেন আতারি বর্ডার চেক পোস্ট থেকে ৫-৬ কিলোমিতার দূরে ডাওকে বর্ডার আউট পোস্টের কাছে এই গুলির লড়াই হয়েছে।
এই মুহূর্তে ওই অঞ্চলে তল্লাসি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা।
বর্ডারের ওই অঞ্চল কাঁটাতারের এই দিকে। সেনার দাবি, ওই অঞ্চলে পাকিস্তানি ও ভারতীয় হেরোইন চোরাচালানকারীদের রমরমা বহুদিন।
এই বছরে পঞ্জাব সীমান্ত থেকে ইতিমধ্যেই ১২৫ কেজি ও অমৃতসর সেক্টর থেকে ৬৫ কেজি হেরোইন উদ্ধার করেছে বিএসএফ।