আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হয় ‘১ তারিখ, ১ ঘন্টা, ১ সাথ’ কর্মসূচী। রবিবার ত্রিপুরা রাজ্যেও সরকারি, বেসরকারি, সংস্থা, বিদ্যালয় ও ক্লাবে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত কর্মসূচী। এদিন আগরতলা পুর নিগমের ১৩নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ ১৩নং পুর ওয়ার্ডের পারিষদ সহ আরো অন্যান্যরা।