“গুরু বন্দন ও ছাত্র অভিনন্দন” শীর্ষক বাৎসরিক অনুষ্ঠান ভারত বিকাশ পরিষদের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || সর্বভারতীয় স্তরে ভারত বিকাশ পরিষদের ভূমিকা অপরিসীম। মূলত ভারতীয় কৃষ্টি, পরম্পরা সহ সৃজন মননকে রক্ষার তাগিদে জনকল্যানে সর্বদাই ব্রতী ভারত বিকাশ পরিষদ।
পরম্পরা ও সংস্কৃতি ব্যাতিত কোন জাতির নিপুণ উন্নয়ন অসম্ভব। প্রকৃত চিত্ত শুদ্ধি ও বিকশিত মননের অন্যতম উজ্জ্বল আগামীর আকাঙ্খায় “গুরু বন্দন ও ছাত্র অভিনন্দন” শীর্ষক বাৎসরিক অনুষ্ঠান উপস্থাপিত করে ভারত বিকাশ পরিষদ। এদিন আগরতলা প্রেস ক্লাবে গুরু শিষ্যের অন্যতম পরম্পরায় বিশ্বাসী ভারত বিকাশ পরিষদের এই আয়োজনে রাজ্যের পাঁচজন বিশিষ্ট ব্যাক্তিত্বকে গুরু হিসেবে সম্মাননা দেয়া হয়। পাশাপাশি প্রত্যেক গুরুর সাথে দুইজন অনন্য শিষ্য ও শিষ্যাকে মেধা সম্মাননা প্রদান করা হয়। যে গুরু এবং শিষ্য-শিষ্যাবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন ক্রীড়া গুরু বিশ্বেশ্বর নন্দী, সাথে ছিলেন জিমনাস্ট দীপা কর্মকার, শ্রীপর্ণা দেবনাথ, কেন্দ্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ের নির্দেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র, সাথে ছিলেন রিতিক রাজ, গোপল কৃষ্ণ দাস, বিজয় কুমার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা, সাথে ছিলেন সাথি দেবনাথ, সংহিতা সিনহা, বিশিষ্ট সঙ্গীত গুরু রাজীব চ্যাটার্জি, সাথে ছিলেন নবমিতা সাহা, বৈভব প্রতীম দত্ত, বিশিষ্ট নৃত্য গুরু চিন্ময় দাস, সাথে ছিলেন যোশি দেববর্মা, শান্তা দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডঃ আশিস কুমার বৈদ্য ও রাজ্যের প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*