আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরেই শুরু হবে ত্রিপুরার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। রবিবার আগরতলার মুক্তাধারা প্রেক্ষাগৃহে মায়ের গমন (কার্নিভাল) এবং শারদ সন্মান অনুষ্ঠানের আয়োজন নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিন এই সভায় বিভিন্ন ক্লাব এবং পূজা আয়োজকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট আধিকারিক তাঁদের মতামত ব্যক্ত করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এই শারদোৎসব এর পরবর্তী আয়োজনকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী।