আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || ‘এক তারিখ, এক ঘন্টা, এক সাথে’ – দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তাকে সামনে রেখে রবিবার আগরতলার এমবিবি চৌমুহনীতে স্বচ্ছতা অভিযান কর্মসূচী পালন করা হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতাই সেবা। আমাদের পরিবেশ স্বচ্ছ থাকলেই আমরা সুস্থ থাকবো, আর সুস্থ দেশবাসীই গড়ে তুলবে শক্তিশালী সমৃদ্ধ ভারত। তিনি বলেন, গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে স্বচ্ছতার উদ্দেশ্যে এক ঘন্টা শ্রমদান করার বিশেষ কার্যক্রম “এক তারিখ, এক ঘন্টা, এক সাথ” এর বিশেষ মূহুর্ত।