গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || খোয়াই বিধানসভা কেন্দ্রে বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হচ্ছেন বহু ভোটার। নিত্যদিনই বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের নেতৃত্বে চলছে যোগদান সভা। সোমবার খোয়াই বিধানসভার ১৮নং বুথে এক যোগদান সভায় সিপিআই(এম) দল ত্যাগ করে স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ১২ পরিবারের ৩৬ জন সদস্য। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সবাইকে স্বাগত জানান মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।
রবিবার বিকেলেও খোয়াই বিধানসভার ১৩নং বুথে অনুরূপ এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত যোগদান সভায় ঐ এলাকার ২৬ পরিবারের ৭৫ জন সদস্য বিরেধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। উক্ত যোগদান সভায় এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, মন্ডল সহ-সভাপতি প্রণব দেবনাথ সহ অন্যান্যরা।