আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || সোমবার রাজধানীর আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্ম কুমারী আশ্রমে প্রয়াত কবিতা বেহেনজীর স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শাখায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আগরতলা কেন্দ্রে এই প্রতিষ্ঠানের ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ প্রয়াতা কবিতা বেহেনজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মন্ত্রী সান্তনা চাকমা সহ আরো অন্যান্যরা।
