আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন -২০২৩ উপলক্ষ্যে সোসাইটি অফ ভলান্টিয়ারি ব্লাড ডোনার ও স্বর্গীয় জহরলাল সাহার পরিবারের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আর অন্যান্যরা।