আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। সোমবার রাজধানীর নড়সিংগড়স্থিত ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সম্বোধন করেন। এই কার্য্যক্রমে ছাত্রছাত্রীদের দারুণ সাংস্কৃতিক পরিবেশনা মুখ্যমন্ত্রীকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।
এদিন এছাড়াও, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী।