আগরতলা, ১১ এপ্রিল ।। রাজধানীর হরিগঙ্গা বসাক রোডে একটি জুতোর দোকানে জনৈকা এক মহিলার সাথে দোকান মালিকের নির্যাতন ও দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার আগরতলা পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেয় রাজ্যের শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এই দিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে রাজ্যের শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা মৌন মিছিল করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পশ্চিম মহিলা থানায় এসে অবিলম্বে দোষীদের শাস্তির দাবীতে ডেপুটেশন দেয়।