আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || আসন্ন দূর্গা পূজোকে সামনে রেখে এবছর রাজধানীর প্রান্তিক ক্লাবের নতুনত্ব করার উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এবারের বিশেষ আকর্ষণ চন্দ্রযান-৩। মঙ্গলবার ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ প্রতিনিধিকে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, বিভিন্ন স্থান থেকে দশরথীরা এখানে পূজো দেখতে আসবেন। তারা বিগত ৫০ বছর ধরে এই পুজো করে আসছেন। এবারকার নতুনত্ব দেওয়ার চেষ্টা করছেন চন্দ্রযান-৩। এবার মানুষের কাছে নতুন উপহার দিতে চলেছেন এমনটাই জানালেন ক্লাবের এক কর্মকর্তা।
যিনি এই চন্দ্রযান-৩ তৈরী করছেন তিনি জানান, বিভিন্ন সরঞ্জাম দিয়ে এগুলি তৈরি হচ্ছে। দশরথীদের উপচে পড়া ভিড় দেখা যাবে এমনটাই দাবি করলেন কারিগর। হাতেগোনা আর কয়েকদিন বাকি জোর কদমে চলছে প্রস্তুতি। দিবারাত্রি চলছে কাজ।