আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || ডিজিটাল ত্রিপুরা উদ্যোগকে সুদৃঢ় করতে আরও একটি মাইলফলক যুক্ত হল ত্রিপুরায়। মঙ্গলবার রাজধানীর এ ডি নগরে পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যের ১১৭৬টি পঞ্চায়েতকে ১০০ শতাংশ ডিজিটাল লেনদেনে সক্ষম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এছাড়াও বিশেষ কৃতিত্বের জন্য বিভিন্ন পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এ ডি নগর পিআরটিআই-এ বিভিন্ন সুবিধার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।