আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || রাজ্যবাসীদের জন্য সুখবর। দিল্লীতে আরও একটি ত্রিপুরা ভবণ নির্মাণের জন্য জমির বরাদ্দ হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উনার সামাজিক মাধ্যমে পোস্ট করে একথা জানিয়েছেন। তিনি জানান, ত্রিপুরা সরকারের প্রস্তাবে দিল্লীর দ্বারকায় আরও একটি ত্রিপুরা ভবণ নির্মাণের জন্য ২৯৩০ বর্গ মিটার জমির বরাদ্দ হয়েছে। প্রস্তাবিত দুটি প্লটের মধ্যে একটি ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে এবং অপরটিও খুব শীঘ্রই হবে বলে মুখ্যমন্ত্রী পূর্ণ আশাবাদী।
মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি দিল্লী সফরে লেফটেন্যান্ট গভর্নর শ্রী ভি কে সাক্সেনার সামনে এই প্রস্তাব রেখেছিলেন তিনি।
রাজ্য সরকারের এই প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী উনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।