আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || আগরতলা শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরীতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। যা সবটাই সম্ভব হচ্ছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে। বুধবার রাজধানীর জিবি বাজার এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে আগরতলা পুর নিগম এলাকায় নাগরিক পরিষেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে পুর নিগম। বেআইনি বিভিন্ন নির্মাণকে নাগরিক স্বার্থে উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন, যান চলাচলের সুবিধার্থে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণ-এর কাজ। মঙ্গলবার এই কর্মসূচি চলে জিবি এলাকায়। ফলে বুধবার সেই এলাকা পরিদর্শন করেন তিনি। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও লোকেদের সঙ্গে কথা বলেন মেয়র। উচ্ছেদ অভিযানে যে সমস্ত ব্যবসায়ীর দোকানপাট ভাঙ্গা হয়েছে তাদের সঙ্গেও তিনি কথা বলেন মেয়র। সরকারের উন্নয়নমূলক কাজে ও শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করতে জিবি বাজার ব্যবসায়ীরা যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানান তিনি। আগামী কিছুদিনের মধ্যেই এই এলাকায় রাস্তা এবং ড্রেনের কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।
এদিন পরিদর্শন কালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ হীরালাল দেবনাথ, জিবি বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সম্পাদক প্রসেনজিৎ সাহা, সহ-সভাপতি দেবাশীষ ঘোষ সহ বাজারের অন্যান্য ব্যবসায়িকরা।